চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সমর্থকদের ইফতার মাহফিল জনসভায় পরিণত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ মার্চ) বিকেলে গুনাগরীস্থ বাঁশখালী কালীপুর ইউনিয়ন শাখার উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব রবিউল হাসান শাপলার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে চট্টগ্রাম দক্ষিণ জেল যুগ্ন আহ্বায়ক বাঁশখালী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ লোকমান আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফজলুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, যুবদলের সাবেক আহবায়ক নবাব চৌধুরী, যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী,শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আব্দুস ছবুর,
যুবদল নেতা দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহেদুল ইসলাম, ছাত্রদলের মঈন উদ্দিন যায়েদ,
বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হক রুহিত, কলেজ ছাত্র দলের যুগ্ন সম্পাদক মো: ফাহিম, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সিকদার প্রমুখসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।উক্ত ইফতার মাহফিল মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মৌঃ জাকারিয়া।