চট্টগ্রামে সরকারি যাকাতের অর্থ ও দুঃস্থদের পুনর্বাসনের সহায়তা প্রদান

ডেস্ক নিউজ:

দুঃস্থদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারী যাকাতের অর্থ বিতরণী অনুষ্ঠান ২৫ মার্চ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট,যাকাত কমিটি, চট্টগ্রাম এর সভাপতি ফরিদা খানম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শহীদুল হক, সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য, কেন্দ্রীয় যাকাত বোর্ড, ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারের প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বাঁশখালীতে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লা'শ উদ্ধার
শেয়ার করুন

মন্তব্য করুন