প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে যাত্রা

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সফরে চীনের উদ্দেশে যাত্রা করে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. ইউনূস।

সফর শেষে ২৯ মার্চ রাতে দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিল দেশীয় বার্থ অপারেটররা
শেয়ার করুন

মন্তব্য করুন