মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে বান্দা যে মহান প্রভুর দরবারে রোজা, তারাবি, রহমত, মাগফিরাত, নাজাত, শবেকদরের মতো হাজার মাসের চেয়ে উত্তম রাতের প্রাপ্তি- এসব নেয়ামতের কারণে বান্দার মনে যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়, তারই বহিঃপ্রকাশ ঘটে ঈদের দিন। তাই মুমিনের ঈদ মানে নেয়ামত প্রাপ্তির আনন্দ, মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা।
বাংলাদেশে ঈদ যেমন ধর্মীয় উৎসব, তেমনি এটা সামাজিক ও সাংস্কৃতিক উৎসবও। এই উৎসব সর্বজনীন। উৎসব মানেই মিলন। ঈদ আমাদের মিলিত করুক। আমরা যেন সম্প্রীতির সূত্রগুলো অনুসন্ধান করি, বিভেদের দাগগুলো মুছে ফেলি। এবার ২০২৫ এর ঈদের চাঁদ উঠবে মেঘমুক্ত আকাশে; আমরা এবার রোজা আর ঈদ পালন করছি অনেকটাই বুকভরে শ্বাস নিয়ে। কারন বিগত ১০ বছরের তুলনায় এ বছর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ছিল সহনশীল। জানি, বৈষম্য বিরোধী আন্দোলনে স্বজন হারানোর বেদনা উৎসবের দিনগুলোতেই করুণতর হয়ে বাজবে। আমরা নিশ্চয়ই স্মরণ করব জুলাই আগস্ট নিহিত শহীদদের । আমি বিগত রমজান মাসে মাকে হারিয়েছি। স্বজন হারানো সকল ভাই-বোনদের প্রতি রহিল সমবেদনা।
এমনটা অভিমত ব্যক্ত করেন বিশিষ্ট লেখক ও গবেষক নূরুল মুহাম্মদ কাদের। তিনি পৃথিবীর সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কল্যাণে দোয়া কামনা করেন । দেশের সকল শ্রেণি পেশার মানুষ ও রেমিট্যান্স যুদ্ধা প্রবাসী এবং তাঁর পৈতৃক জন্মভূমি গন্ডামারা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব সহ বাঁশখালী বাসি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ।
তিনি চট্টগ্রামস্থ কেসিদে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সহ-সভাপতি। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেপির দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় আঞ্চলিক পত্রিকায় জীবনমুখী প্রবন্ধ লিখে যাচ্ছেন।