গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রামের উৎসবমুখর পরিবেশে ঈদ পূর্ণমিলনী

মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিনিধি।।

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর ঈদ পূর্ণমিলনী অনুষ্টান উৎসবমুখর পরিবেশে পহেলা এপ্রিল (মঙ্গলবার) স্থানীয় গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুস্টিত হয়েছে।

গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম সিনিয়র সহ সভাপতি আইনজীবী মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাবন্ধিক ও লেখক নুরুল মুহাম্মদ কাদের।

সংগঠনের সাধারন সম্পাদক মো: ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্বধারা ও citynewstv24 সম্পাদক সংগঠনের সহ- সভাপতি সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সহকারী পরিচালক ও সংগঠনের সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক এ. কে .এম দিদার, অগ্রযাত্রা চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এনামুল হক রাশেদী।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সহ অর্থ সম্পাদক ব্যাংকার মো: নাছির উদ্দিন, ক্রিড়া বিষয়ক সম্পাদক মুমিনুল হক রানা, সদস্য মোঃ রুহুল আমিন তাফসির।

জেলা প্রশাসনের কাজের সাথে সম্পৃক্ত থাকা অবস্থায় অভিজ্ঞতা লব্ধ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল মোহাম্মদ কাদের বর্তমান সমাজের নানান চিত্রপট তুলে ধরে বলেন, রমজান আসলে সব শয়তান যেন বাংলাদেশের প্রবেশ করে যায়। প্রতিবছর রমজান আসলে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দেন ব্যাবসায়ীরা। মুসলিম হিসেবে যেখানে দ্রব্যমূল্য কম রাখার কথা সেখানে উল্টো পরিস্থিতি। এটা রমজানের শিক্ষা না। এবারের রমজান মাসে সরকারের নির্দেশনায় জেলা প্রশাসন কঠোর হস্তে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে মানুষকে স্বস্তি দিতে পরেছেন। যে মানুষটি রাত্রে ধর্ষণ করে ভোর রাতে আবার সেহরি খায় এটা কোন রমজানের শিক্ষা হতে পারে না। রমজানের শিক্ষা আত্মার পরিশুদ্ধিতা, বাহিরের বেশ বুশে নয়, ভিতরের পরিশুদ্ধিতা আসতে হবে। গীবত, পরনিন্দা, হিংসা বিদ্বেষ পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা যেন অব্যাহত থাকে। তিনি আরো বলেন, সমাজ উন্নয়ন হয় ব্যক্তির স্বপ্নের মধ্য দিয়ে, মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। মানুষের মনের পরিবর্তনের মধ্যে দিয়ে ইতিবাচক চিন্তাভাবনা করার উদাত্ত আহ্বান ও জানান তিনি।

আরও পড়ুন  বন্দরে স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে স্বামী

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ঈদ পূর্ণমিলনী মাধ্যমে একে অপরের সাথে ভাতৃত্ব বন্ধন ধরে রাখা যায় । গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণে প্রচার বিমুখ নিভৃতচারী সমাজকর্মী হিসাবে দেশ মাতৃকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ভাতৃত্বের বন্ধন অটুট রেখে একটি সমৃদ্ধশালী সুন্দরবাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব কাজের ব্যস্ততার কারণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে না পারলেও ক্ষুদে বার্তায় অনুভূতিতে যেভাবে লিখেছেন।
“গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী অনুভূতি”

সূর্যের সোনালি আভায় উদ্ভাসিত এ সকাল, ঈদের আনন্দে সিক্ত এক মিলনমেলা। ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধনের উষ্ণ পরশে মুখরিত আজকের এই আয়োজন। এখানে উপস্থিত প্রতিটি প্রিয় মুখের প্রতি রইলো আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে অত্র বিদ্যালয়ের আঙিনায় জ্ঞানের আলো বিলিয়েছি, অসংখ্য শিক্ষার্থীর হাত ধরে গড়ে তুলেছি আগামী দিনের সম্ভাবনা। আজ এই পরিষদের সিংহভাগ সদস্য, এমনকি পরিচালনা পর্ষদের অনেকেই আমারই ছাত্র—এ এক গর্বের অনুভূতি, এক শিক্ষকের পরম প্রাপ্তি।

কিন্তু নিয়তির নির্মম বিধান, শারীরিক অসুস্থতার কারণে তোমাদের এই আনন্দোৎসবে সশরীরে উপস্থিত হতে পারছি না। তবুও, আমার হৃদয় পড়ে আছে সেই চিরপরিচিত পরিবেশে, যেখানে ভালোবাসা, স্মৃতি আর শ্রদ্ধার এক অনন্য রূপ ফুটে উঠেছে।

তোমাদের জন্য আমার দোয়া ও আশীর্বাদ রইলো। এগিয়ে চলো, দেশ ও সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করো, মানবতার আলো ছড়িয়ে দাও দূর থেকে দূরান্তে।সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক!

গণ্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এই সংগঠন সৃষ্ট লগ্ন থেকে জনগণের উন্নয়ন জনসম্পৃপ্ত অনেক কাজ করেছে, এখনো করে যাচ্ছে ভবিষ্যতে ও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন  পতেঙ্গায় যুবকের আত্মহত্যা

সভাপতির বক্তব্যে আইনজীবী মোহাম্মদ আজিজুল হক বলেন, গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের কাজ রাস্তাঘাটের উন্নয়ন নয়। মানুষের বিবেকবোধকে জাগ্রত করা , মানুষের কল্যাণে কাজ , এলাকার ছাত্রছাত্রীদের জন্য কাজ করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করা।

সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হান্নানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল অনুষ্ঠানিকতা কিয়াম পরিচালনা করেন আলহাজ মাও. আবু জাফর আশরাফি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. জমির হোসেন কাদেরি।এ সময় এলাকার বিভিন্ন শিক্ষা অনুরাগী গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন