ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে সোসাইটি অব এসএসসি ব্যাচ ৯৬ মানববন্ধন

মুহাম্মদ মহিউদ্দিন বিশেষ প্রতিনিধি।

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ১১ এপ্রিল মানববন্ধন করেছে সোসাইটি অব এসএসসি ব্যাচ ৯৬।
শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বর নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে সোসাইটি অব এসএসসি ব্যাচ ৯৬ উদ্যোগে এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। গণহত্যা বন্ধে এখনই জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নিতে হবে।সমগ্র বিশ্বের আহ্বান উপেক্ষা করে আমেরিকার সমর্থনে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে, প্রতিদিন শত শত শিশু ও নারীকে হত্যা করা হচ্ছে। এই পৈশাচিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং দখলদার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান।
ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং বিশ্ব ইতিহাসের সর্বকালের সবচেয়ে জঘন্য ও বর্বর গণহত্যার অপরাধী। নিরীহ শিশু ও মানুষ হত্যার জন্য পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সামরিক এবং আর্থিক সহায়তাসহ সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

আরব দেশগুলোকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করে বলেন, আরব দেশগুলো এখনও ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা ব্লকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে।
আরব দেশগুলোর নেতাদের দোষারোপ করে তারা বলেন, আরব বিশ্বের নেতারা ইসরায়েলের পালিত দাস। যখন বিনা কারণে ফিলিস্তিনে তাদের ভাই বোনদের ওপর বোমা হামলা হচ্ছে তখন তারা আনন্দে মগ্ন। গাজার জনগণের প্রতি যদি তারা সামান্য সাহায্যও করত, তাহলে ইসরায়েল এমন গণহত্যা করার সাহস পেত না।

এ সময় উপস্থিত ছিলেন, সাজিদ, ইফতেখার আহমেদ খান (রনি), তৌহিদ, এরশাদ, রুবেল, জুবাইদা গুলশান আরা জলি, পলাশ, সাইফুল, জেনিত, সাফদার, অভিজিৎ, জিয়া, তানভীর, আশিক, আশফাক, আরিফ, জিয়াউল হাসান, সরোয়ার, আকরাম ও সুবীর প্রমূখ।

আরও পড়ুন  চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিকের মৃত্যু
শেয়ার করুন

মন্তব্য করুন