জনসমুদ্র সোহরাওয়ার্দী, গণজমায়েত শুরু

নিজস্ব প্রতিবেদক

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ইতোমধ্যে সেখানে গণজমায়েত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান জনতার উদ্দেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান দেন এবং লাখ লাখ জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান। পরে একে একে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হয়।

এর আগে দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন।সবার কণ্ঠে স্লোগান। তারা বিশ্ব নেতাদের কাছে বার্তা পৌঁছে দিতে চান- স্বাধীন হবে ফিলিস্তিন, বন্ধ হবে গণহত্যা। দল, মত, পথ নির্বিশেষে সবাই যোগদান করেছেন মার্চ ফর গাজায়।

জানতে চাইলে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর গাজায় আসা বেসরকারি চাকরিজীবী শাহিদুল আলম বলেন, গাজায় ইসরায়েলের যে গণহত্যা চলছে, সেটি কোনোভাবে মানা যায় না। এখন বিশ্বমোড়লরা গেল কোথায়? গাজার গণহত্যা সহ্য করার মতো নয়। কোনো সুস্থ মানুষ এই বর্বরতা মেনে নিতে পারে না। তাই নিজ থেকে প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এসেছি।

আরও পড়ুন  কাপ্তাইয়ে শিক্ষকরা আন্দোলন থেকে বিরত ১৮টি বিদ্যালয়ে ঝুলনি কোন তালা
শেয়ার করুন

মন্তব্য করুন