“সন্ত্রাসী “সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’র স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারিক আদালত। রবিবার (১৩ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হজ।এর আগে, ৯ এপ্রিল তামান্নার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মো. মাহবুব উল আলম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে অভিযানে যায় পুলিশ। ওই সময় গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। এরপর ২৯ জানুয়ারি তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। ঠিক এর আগের দিন ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেন শীর্ষ এই সন্ত্রাসী।
পরে গত ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। স্বামীকে গ্রেপ্তারের পরই ফেসবুক লাইভে আসেন তামান্না।
৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসবো। খেলা শুরু করছো তোমরা, শেষ করবো আমরা।’

মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিওটি।

এরপর ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে ধাওয়া দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হয়। এতে মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুই আরোহী নিহত হয়।

‘সন্ত্রাসী’ সারোয়ার হোসেন ও সাজ্জাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে অনুসারীরা সারোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাকে হুকুমের আসামি করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে অমর একুশে বইমেলা উদ্বোধন
শেয়ার করুন

মন্তব্য করুন