বাঁশখালীর সাধনপুর ইউপির রাতারখোর্দ এলাকার হিন্দু পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন চট্টগ্রাম জেলা পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হক,
বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশেক এলাহী সোহেল,রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারকে ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রজ্জাক।
বাঁশখালীর সকল বিত্তশালীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারের সজল দাশের মেয়ে সীমা দাশ নামের বাঁশখালী কলেজে এইচএসসিতে পড়ুয়া এক শিক্ষার্থীর সার্টিফিকেটসহ ডকুমেন্টস পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কলেজ শিক্ষার্থী সীমা দাশের পুড়ে য়াওয়া সার্টিফিকেট ও ডকুমেন্টসের বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।