চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। গত ২৪ এপ্রিল দুপুরে চট্রগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি এটিএম শিফাতুল মাজদারের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়েছে।
গত মার্চ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি গত এক মাসে দক্ষিন রাঙ্গুনিয়া জুড়ে ব্যাপক মাদক উদ্ধার, জনগণের নিরাপর্ত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন আইনি গুরুত্বপূর্ণ সরকারী কাজে সর্বাদিক সহযোগিতায় বিশেষ অবদান রাখেন। তার জন্য উনাকে রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), এবং সকল অতিরিক্ত পুলিশ সুপারদেরকে তিনি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানান ওসি এটিএম শিফাতুল মাজদার। এসময় আবেগপ্রুত হয়ে সাপ্তাহিক পূর্বধারা পত্রিকাকে বলেন, আপনারা পাশে ছিলেন বলে আজ এই জায়গায় আসা সম্ভব হয়েছে।
এই পুরস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, কাজের মূল্যায়ন হিসেবে এই সম্মান আজ থানার প্রতিটি পুলিশ সদস্যের প্রাপ্য, তাদের সহযোগিতায় এটি অর্জন সম্ভব হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় যেদিন যোগদান করেছি, তার পরপরই আমি সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করার চেষ্টা করেছি। স্বীকৃতি পাওয়ার পেছনে দক্ষিণ রাঙ্গুনিয়া মানুষেরও অনেক অবদান রয়েছে। আমি কৃতজ্ঞ চিত্রে তাদের স্বরণ করছি। দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ আইন শৃঙ্খলা প্রতি শ্রদ্বাশীল। এলাকা শান্তি রক্ষায় আমাকে সর্বোচ্চ সহায়তা করেছে। আশাকরি এ সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
এটিএম শিফাতুল মাজদার সাপ্তাহিক পীর্বধারাকে জানান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সকল পুলিশ সদস্য ভাই প্রচুর পরিশ্রম করে দায়িত্ব পালন করে। আমি তাদের সবসময় সহযোগিতা পেয়েছি। যার কারনে আজ দক্ষিণ রাঙ্গুনিয়াবাসী বাংলাদেশ পুলিশের সাথে থেকেছে, এ জন্য তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), সকল অতিরিক্ত পুলিশ সুপারসহ সকল থানা/ইউনিট ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময তিনি স্থানীয় সকল সংবাদকর্মী সহ রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক অনিরুদ্ধ অপুর সাথে মতবিনিময় করেন, এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অগ্রযাত্রা কামনা করেন। তিনি সবসময় প্রেসক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়ে কৌশল বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
