কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে মোঃ ইদ্রিস নামের এক ব্যবসায়ীকে গতিরোধ করে হামলা করেছে দূর্বৃত্তরা।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দক্ষিণ সুন্দরী পাড়া বায়তুল মোকারম জামে মসজিদের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলায় আহত মো.ইদ্রিস (৪০) উপজেলার রাজাখালী ইউনিয়নের দক্ষিণ সুন্দরী পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ আদায়ের জন্য ব্যবসায়ী মোঃ ইদ্রিস দক্ষিণ সুন্দরী পাড়া মসজিদের সামনে গেলে একই এলাকার হাজ্বী আমীর হোছাইনের
ছেলে মোঃ জুবাইর পরিকল্পিতভাবে হামলা করে। এসময় স্থানীয়রা এগিয়ে না আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো।
আহত মোঃ ইদ্রিস বলেন, আমি প্রতিদিনের ন্যায় এশারের নামাজ পড়তে যাচ্ছিলাম। এমন সময় আওয়ামীলীগের চিহ্নিত দোসর জুবাইর আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় আমার পকেটে থাকা ১৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। বর্তমানে আমি প্রাণনাশের ঝুঁকিতে রয়েছি।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান হামলার ঘটনা শুনেছি তবে এখনো ভুক্তভোগীর পক্ষে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
