বাঁশখালীতে মরহুম খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৬৩ তম মৃত্যু বার্ষিকী উদযাপিত

মুহাম্মদ দিদার হোসাইন, বিশেষ প্রতিনিধি :

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা মরহুম খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৬৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী হামিদীয়া রহিমিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রঃ শিক্ষক রঞ্জিত কুমার ধর, বাঁশখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল রহীম ছানুবী, বাবুল কান্তি দেব, উত্তম কুমার দাশ, আহমুদুর রহমান প্রমূখ। স্মরণ সভায় বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুহাম্মদ দিদার হোসাইনসহ নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষিকা সানজিদা হাবীবার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সলিম উল্লাহ।

আলোচনা সভায় মরহুম খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর জীবদ্দশায় রেখে যাওয়া বিভিন্ন অবদানের স্মৃতি আলোকপাত করে বক্তারা বলেন, খান বাহাদুর বদি আহমদ চৌধুরী শুধুই যে, একজন সমাজ সেবক ছিলেন তা নয় বরং তিনি একাধারে একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। অবহেলিত বাঁশখালীতে শিক্ষা আলো ছড়িয়ে দিতে নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে বৈলছড়ীসহ বাঁশখালীর প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলার যে অবদান তিনি রেখে গেছেন তা অবিস্মরণীয়। আলোচনা শেষে মরহুম খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও তাহার পরিবারের সকল সদস্যদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করা হয়।

আরও পড়ুন  রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি
শেয়ার করুন

মন্তব্য করুন