বৈরী আবহাওয়ার কারনে চট্টগ্রামে না নেমে ফ্লাইট ফিরে গেল ঢাকায়

সৈয়দ মোহাম্মদ কায়সার (চট্টগ্রাম) :

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত আসে। যার ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে।

ফ্লাইটটি ছিল বিমানের বিজি১৪৭, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, “চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায়, নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।”

রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়া উন্নতি হলে আজ শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্বের সময় যাত্রীদের যথাযথভাবে অবহিত ও সহায়তা করা হয়েছে।

ঘটনায় কেউ আহত হয়নি এবং ফ্লাইটটির কোনো কারিগরি ত্রুটিও পাওয়া যায়নি। বর্তমানে উভয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে ৪ জানুয়ারি কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  
শেয়ার করুন

মন্তব্য করুন