কক্সবাজারের টেকনাফে অনলাইন জুয়ার টাকার লোভে কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকন্যাকে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম হুজাইফা নুসরাত আসফি (৪)। তার পিতা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়া পাড়ার বাসিন্দা।
জানা যায়, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদের নিজ বাড়িতে নতুন ভবনের নির্মাণকাজ চলমান থাকায় তিনি প্রায় চার মাস আগে পরিবারসহ হ্নীলা পূর্ব পানখালিতে প্রবাসী ফরিদ আহমদের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। বাড়ির উপরের তলায় থাকতেন বাড়ির মালিক ফরিদ আহমদের পরিবার।গত শনিবার (৪ অক্টোবর) বিকেলে হঠাৎ নিখোঁজ হয় মামুনুর রশিদের শিশু কন্যা আসফি। রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় পরিবার গভীর উদ্বেগে পড়ে।পরদিন রবিবার (৫ অক্টোবর) দুপুরে পাশের মসজিদের পুকুরে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মরদেহ উদ্ধারের পর দেখা যায় শিশুর মুখে টেপ পেঁচানো এবং দুই কানের স্বর্ণের দুল ছেঁড়া। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।পরবর্তীতে স্থানীয়রা জানতে পারেন, বাড়ির মালিকের ছেলে মো. ফারেজ কানের দুল বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে ফারেজ স্বীকার করে যে, অনলাইন জুয়ার টাকার প্রয়োজন হওয়ায় কানের দুল লোভে সে শিশু আসফিকে হত্যা করেছে।টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনায় জড়িত সন্দেহে মো. ফারেজসহ ছয়জনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”এই হৃদয়বিদারক ঘটনায় টেকনাফসহ পুরো কক্সবাজার জেলায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
