রাজশাহীর দুর্গাপুর উপজেলার ০৭ নং জয়নগর ইউপির বিতর্কিত সংরক্ষিত মহিলা মেম্বার রুপালী খাতুনের বিরুদ্ধে ভুল বুঝিয়ে (UNO)’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগে স্বাক্ষর গ্রহণের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মোঃ সেকেন্দার আলী,
সাংবাদিকদের নিকট তার স্বাক্ষরিত পত্র সূত্রে জানা যায়, তিনি একজন সাধারণ গরিব কৃষক, তেমন লেখা-পড়া জানেন না, দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়নের সদস্য মোছাঃ রূপালী খাতুন তাকে ভিজিডি কার্ড করে দেবেন বলে তার স্বামী মোঃ বেল্লাল-কে পাঠিয়ে একটি প্রিন্ট কপিতে স্বাক্ষর করিয়ে নেয়। উক্ত প্রিন্ট কপিতে সাবরিনা শারমিন, উপজেলা নির্বাহী অফিসার, দুর্গাপুর, রাজশাহী-র নামে ‘পতিত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম’ সংক্রান্ত মিথ্যা অভিযোগ লিপিবদ্ধ ছিল যা আমি জানতাম না, আমার সাথে প্রতারণা করে জয়নগর ইউনিয়নের সদস্য মোছাঃ রুপালী খাতুন ও তার স্বামী মোঃ বেল্লাল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুর, রাজশাহীর নামে মিথ্যা অভিযোগ বিভিন্ন স্থানে প্রেরণ করেন, ইউপি সদস্য মোছাঃ রূপালী খাতুন আমার সাথে মিথ্যা বলে আমার অজ্ঞতার সুযোগ নিয়ে প্রতারণা করেছেন। পরবর্তীতে আমি অবগত হওয়ার পর উক্ত মিথ্যা অভিযোগ-খানা প্রত্যাহারের আবেদন করেছি।
তিনি সাংবাদিকদের নিকট আরও বলেন, স্থানীয় প্রভাবশালী এক নেতা আমাকে নানা ভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছেন আমি যাতে অভিযোগ প্রত্যাহার না করী, তিনি আমাকে শেল্টার দেওয়ার কথাও বলেছেন, রুপালী মেম্বার আমার সাথে প্রতারনা করেছে এবং আমাকে ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ পত্রে কৌশলে স্বাক্ষর নিয়েছে, আমি এর বিচার চাই।
