রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধ ২

রাউজান সংবাদদাতা:

রাউজানে হামিম এগ্রোর স্বত্বাধিকারী আবদুল হাকিম সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার আগে রাউজান সীমান্ত এলাকার হাটহাজারী মদুনাঘাটে এই ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফিরোজ আহমদ মেম্বার।
তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। কয়েকটি সূত্র জানিয়েছেন- গুলিবিদ্ধ হাকিম মারা গেছেন। তবে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেননি। বাগোয়ানের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আরও পড়ুন  বাঁশখালী ছনুয়াবাসীর কান্না কেউ শুনেনা; রাস্তায় নেমে এলেন এলাকাবাসী
শেয়ার করুন

মন্তব্য করুন