বান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কলারঝিরি ইউনুস মেম্বারপাড়ার কৃষক মো. কাশেমের সঙ্গে জামিনের নামে ঋণ নিয়ে প্রতারণা ও চেক বই আত্মসাতের অভিযোগ উঠেছে জাপান টোবাকো কোম্পানির মাঠকর্মী মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে।
অসহায় কৃষক কাশেম জানান, ২০২৩ সালে লামা উপজেলার হরিণজিরির বাসিন্দা নুরুজ্জামান নামের এক ঋণদাতার কাছ থেকে তামাকচাষের জন্য তিনি ১ লাখ ৫ হাজার টাকা ঋণ নেন। জামিনদার ছিলেন মো. ইসমাইল হোসেন। পরে তিনি ঋণের টাকা ও তামাকসহ গরু ও নগদ টাকা পরিশোধ করলেও জামিনদার ইসমাইল ওই টাকা মূল মালিককে না দিয়ে আত্মসাৎ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে ইসমাইল ও তার সহযোগীরা কাশেমকে প্রাণনাশের হুমকি দিয়ে তার বাসায় গিয়ে স্ত্রীকে ভয় দেখিয়ে ব্যাংকের চেক বই নিয়ে যায়। এরপর থেকে ইসমাইল ওই চেক বই ব্যবহার করে মিথ্যা মামলা ও হয়রানির পাঁয়তারা চালাচ্ছে।
স্থানীয় সর্দার মো. আরশ আলী বলেন, “কাশেম গরিব ও শান্তিপ্রিয় কৃষক। ঋণের টাকা ধাপে ধাপে পরিশোধের প্রমাণ রয়েছে। কিন্তু ইসমাইল সমাজের বৈঠকে আসেনি এবং প্রতারণার আশ্রয় নিয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসীর দাবি, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।