চকরিয়ার থেকে অপহৃত শিশু ছাত্রী উদ্ধার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে

নূর মোহাম্মদ, কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার সবুজবাগ এলাকা থেকে অপহৃত কোরক বিদ্যাপীঠ স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী মিমকে অপহরণের একদিন পর উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওই শিশু ছাত্রীকে উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “অপহরণের পর শিশুটির পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে প্রযুক্তি ব্যবহার করে অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ওসি আরও জানান, এ ঘটনায় অপহরণের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  চোরের উৎপাতে অতিষ্ঠ কক্সবাজার সদর চৌফলদন্ডী নতুন মহাল
শেয়ার করুন

মন্তব্য করুন