আইসিটি মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

এনামুল হক রাশেদীঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে এখনো পর্যন্ত মেজর জেনারেল কবীর আহাম্মদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে মোট তিনটি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত রয়েছেন ৯ জন, এলপিআর অবস্থায় আছেন একজন এবং বর্তমানে কর্মরত আছেন ১৫ জন কর্মকর্তা।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও কর্মরত মোট ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছিল। এদের মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই সাড়া দিয়েছেন।

তিনি আরও জানান, সেনাসদরে আসার পর ওই ১৫ কর্মকর্তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে।

মেজর জেনারেল কবীর আহাম্মদ সম্পর্কে তিনি বলেন, “তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ। এখন পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পাইনি।”

আরও পড়ুন  বিএনপি-জামায়াতের সমাবেশের নামে ষড়যন্ত্র-নৈরাজ্য : আওয়ামী যুবলীগ
শেয়ার করুন

মন্তব্য করুন