আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কক্সবাজার একটি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা। প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ মোকাবেলায় সবার সমন্বিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সিপিপি, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ায় আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফলে সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছায় না, এতে করে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। সম্প্রতি পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মূলত জনসচেতনতার অভাবের কারণেই।”
সভায় তিনি দুর্যোগপ্রবণ এলাকায় ফ্লাগস্ট্যান্ডে লাল সংকেত বাতি স্থাপন, দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম সরবরাহ নিশ্চিতকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিপি পেকুয়া উপজেলা টিম লিডার আবুল কাসেম,পেকুয়া সদর ইউনিয়ন টিম লিডার ও গণমাধ্যম ব্যক্তিত্ব এফ এম সুমন, ফায়ার সার্ভিস কর্মকর্তা ছামিউল আলম, এবং ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার প্রমুখ।
