পটুয়াখালীতে চাচার বিরুদ্ধে মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ 

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির শফি মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও ভূমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ১৯৯৭ সালে তার বাবা-মা জীবিত থাকা অবস্থায় কুদ্দুস মোল্লার বাড়ির পূর্ব পাশে রেকর্ডীয় মালিক আবদুল আলীর কাছ থেকে মৌখিক এওয়াজ বদল করে তিনি ঐ সম্পত্তিতে নতুন বাড়ি নির্মাণ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তার আপন ছোট চাচা মোঃ শফি মোল্লা ও মোঃ রেজাউল করিম সোয়েব (পিতা বজলুল রহমান, সাং মুসলিমপাড়া, পৌরসভা পটুয়াখালী) বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা (দে. মো. নং-৯২/২০২৩) দায়ের করেন।

ভুক্তভোগী জানান, বাদী পক্ষ একই খতিয়ানভুক্ত ১৩১৪ নং দাগে মাত্র ০.৫১ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমির ২৯ শতাংশ অংশ গোলখালী গ্রামের মরহুমা মরিয়ম বেগম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার নামে দানপত্র রেজিস্ট্রি করেন। এছাড়া বাদী রেজাউল করিম সোয়েব ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ৯২১৭ নং কবলা দলিল মূলে ৬ শতাংশ জমি ক্রয় করে ২০১৮ সালের ৭ জানুয়ারি গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের নামে দলিল নিবন্ধন করেন। তবে এই জমির মালিকানা তাদের বৈধ নয় বলে দাবি করেন ভুক্তভোগী।

তিনি আরও জানান, একই খতিয়ানের রেকর্ডীয় মালিক হামেদ আলীর ওয়ারিশদের কাছ থেকে ২০১২, ২০১৮ ও ২০২২ সালে চারটি পৃথক দলিলের মাধ্যমে মোট সাড়ে বায়ান্ন শতাংশ জমি ক্রয় করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঐ জমিতে বসবাস করছেন, ঘরবাড়ি নির্মাণ করেছেন ও গাছপালা রোপণ করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, ২০১২ সালে তিনি ঘর নির্মাণ করতে গেলে শফি মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ও পরিবারের ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে। তিনি কোনোমতে প্রাণে রক্ষা পান। এছাড়া শফি মোল্লা বিদ্যালয়ের সভাপতি থাকাকালে স্কুল মাঠের চারপাশে জোরপূর্বক বাউন্ডারি দিয়ে নিজের নামে দুটি পাকা গেট নির্মাণ করেন। বাদী মোঃ শফি মোল্লা বিবাদী-গনদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।

আরও পড়ুন  আবারও বন্যা আতঙ্কে উত্তরাঞ্চল, বাড়ছে তিস্তার পানি

ভুক্তভোগী জানান, “রেজাউল করিম সোয়েবের ঐ জমিতে কোনো মালিকানা নেই। আমার বাবা-মা জীবিত থাকা অবস্থায় ২০০১ সালে তারা নিজেদের নামে সাড়ে দশ শতাংশ জমি ক্রয় করেন (রেকর্ডীয় মালিক রহম আলী, খতিয়ান নং ৪০৯, দাগ নং ১২৯৬)।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চাচা পক্ষ মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনসহ ভূমি ও আইন মন্ত্রণালয়ের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন