চট্টগ্রামে দেশি-বিদেশি কোটি কোটি টাকার জালনোটের গোডাউন উন্মোচন

২০ কোটি টাকার জাল টাকা উদ্ধার, আটক ২

এনামুল হক রাশেদীঃ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নুরনগর হাউজিং সোসাইটি এলাকার একটি ভাড়া বাসা থেকে প্রায় ২০ কোটি টাকার দেশি-বিদেশি জালনোট উদ্ধার করেছে র‍্যাব। এসময় ঘটনাস্থল থেকে তানজিম (২০) নামে এক যুবককে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে জালনোট ছাপানোর অভিযোগে আরও দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত তানজিমের বিস্তারিত পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জালনোটের গোডাউনটি উন্মোচন করা হয়। উদ্ধার করা নোটগুলোর মধ্যে ডলার, ইউরো, দিরহাম, রিয়াল ও বাংলাদেশি টাকার জালনোট রয়েছে।

আটক তানজিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি নগরীর আন্দরকিল্লায় অবস্থিত অঙ্কুর প্রিন্টার্স নামের একটি ছাপাখানা থেকে “শুটিংয়ের উদ্দেশ্যে” এসব নোট ছাপাতেন। প্রতি বান্ডেল নোট ৩০ টাকায় ছেপে অনলাইনে ৬০০ টাকায় বিক্রি করতেন। দারাজসহ অনলাইন প্ল্যাটফর্মে এসব জালনোট বিক্রি হতো বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের নিয়ম অনুযায়ী সরকার কাউকেই টাকা ছাপানোর অনুমতি দেয়নি। উদ্ধারকৃত নোটগুলোর কিছুতে ‘শুটিং’ লেখা থাকলেও অনেক নোটে তা লেখা ছিল না। এগুলো সম্পূর্ণ জাল মুদ্রা। অনলাইনের মাধ্যমে বিক্রি ও লেনদেন হতো।”

তিনি আরও জানান, সিলেটে র‍্যাবের একটি দলের হাতে গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে সাতটি মোবাইল ফোন, সাতটি ক্রেডিট কার্ড, একটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

লে. কর্নেল হাফিজুর রহমান আরও বলেন, “যেখান থেকে এসব জালনোট ছাপানো হয়েছে সেখানকার দুজনকে আমরা হেফাজতে নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

আরও পড়ুন  ৪৮ ঘণ্টায় চাই মুক্তি অন্যথায় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নের হুঁশিয়ারি
শেয়ার করুন

মন্তব্য করুন