বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে ১৭ নং ইমাদপুর ইউনিয়নের ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফরিদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন সহ মোট ৩২ জন কর্মী ও সমর্থক বুধবার (১৫ অক্টোবর) এশার নামাজের পর তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর-৫ আসনের জামায়াত মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী, আমির, রংপুর জেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী।
এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, সেক্রেটারি, রংপুর জেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী। আসাদুজ্জামান শিমুল, আমির, মিঠাপুকুর উপজেলা শাখা,মেহেদী হাসান, সেক্রেটারি, যুব বিভাগ মিঠাপুকুর উপজেলা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় যোগদান কৃত কর্মীরা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। তাদের স্লোগান “সব দলের দেখা শেষ, জামায়াত ইসলামীর বাংলাদেশ”।
প্রধান অতিথি নতুন যোগদানকারীদের হাতে ফুল ও গলায় মালা পড়িয়ে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে জামায়াত সবসময় জনগণের পাশে আছে। বিএনপি নেতাকর্মীদের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান মিঠাপুকুরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।
