বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মংচা (মুসলিম) পাড়ায় নাসিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি—প্রথমে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়, টাকা না পেয়ে পরবর্তীতে চারজন নিরপরাধ ব্যক্তির নামে মামলা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা আক্তার ও তার খালাতো ভাইসহ একটি প্রতারক সিন্ডিকেট মংচা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে যুবকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে আসছে। টাকা না দিলে নারী নির্যাতন বা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গত ১৯ মার্চ আলীকদম থানায় দায়ের করা এক মিথ্যা ধর্ষণ মামলায় চার যুবক—আবদুল করিম (১৯), মো. রাসেল (২১), আবদুল মবিন (২০) ও ইকবাল হোসেন (২৪)—কে গ্রেপ্তার করে পুলিশ আদালতে প্রেরণ করে। মামলার পর থেকে ওই পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, “নাসিমা আক্তার ও তার খালাতো ভাইরা মিথ্যা নাটক সাজিয়ে টাকা না দেওয়ার কারণে ধর্ষণের অভিযোগ এনে আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা দেয়। আমরা এমন মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।”
এলাকার সাবেক সর্দার মো. এমদাদ হোসেন ও স্থানীয় মো. নাছির উদ্দিন বলেন, “নাসিমা আক্তার প্রায় ৮/৯ মাস আগে ওই চার যুবকের নামে মিথ্যা মামলা দেয়। টাকা দাবি করে না পেয়ে একদিন পরই মামলা দায়ের করা হয়। শুধু তারাই নয়—এ মেয়েটি আরও অনেক ছেলেকে একইভাবে ফাঁদে ফেলেছে।”
এদিকে গত ১৫ অক্টোবর রাতে আলীকদম পানবাজার জেলা পরিষদ রেস্ট হাউজের দ্বিতীয় তলায় এক যুবকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নাসিমা আক্তারকে আটক করে স্থানীয়রা। পরে তাদের আলীকদম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন বৃহস্পতিবার পুলিশ আদালতে প্রেরণ করে।
অভিযুক্ত নাসিমা আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, “পানবাজার রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নাসিমা বেগমসহ এক যুবককে আটক করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—মিথ্যা ধর্ষণ মামলা থেকে নিরপরাধ চার যুবকের মুক্তি এবং এমন প্রতারণামূলক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
