ঈদগাঁওয়ে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও,কক্সবাজারঃ

১৭ অক্টোবর (শুক্রবার) ঈদগাহ হাইস্কুল মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বেঅনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম। উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা সহসেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, কর্ম পরিষদ সদস্য মাওলানা ছৈয়দুল হক, ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, ঈদগড় ইউনিয়ন আমির মাওলানা দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ভোট কেন্দ্র দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন  পেকুয়ায় তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীর দোকান ভাঙচুর-লুটপাট, আহত-৩
শেয়ার করুন

মন্তব্য করুন