কক্সবাজারে কুতুবদিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

রেজাউল করিম, কক্সবাজারঃ

কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া পাড়া প্রাথমিক ও উপকূলীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-এর প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিষ্ঠাকালীন মাঝি-মাল্লা সমিতির সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান।

শনিবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল বশর বাদশা মাঝি। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহানুর রহমান সোহেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জিসান উদ্দিন (জিসান)। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক সওকত ওসমান, সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের সাবেক সভাপতি এস. আই. এম. আক্তার কামাল আযাদ, খালেদ বিন সাঈদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক নুর উদ্দিন খান, নাসির উদ্দিন বহদ্দার, নুরুল আক্তার বহদ্দার, সিরাজ উল্লাহ (সওঃ), সরওয়ার আলম, গিয়াসউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা শৈশবের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুনর্মিলনী প্রাঙ্গণ ছিল হাসি-আনন্দে মুখরিত। দ্বিতীয় পর্বে এ. আর. মোবারক হোছেনের উপস্থাপনায় মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন  মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু
শেয়ার করুন

মন্তব্য করুন