পতেঙ্গায় আর্দশ শিক্ষক ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গাস্থ আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বে-সরকারি উৎসাহ মূলক বৃত্তি প্রদান করা হয়েছে ১৭ অক্টোবর শুক্রবার সকালে
কাঠগড়ের একটি কমিউনিটি সেন্টারে। সভাপতি এসএম দিদারুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক স্বপন মিয়ার সঞ্চালনায়ে অনুষ্ঠানে প্রধান বক্তা এবং আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বর্ণশেখা আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আনিসুজ্জামান,আল আমিন আইডিয়াল স্কুলের প্রধান পরিচালক মোঃ এনায়েত হোসেন লিটন, পতেঙ্গা বিদ্যা নিকেতন কেজি এন্ড হাই স্কুলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ দেলোয়ার হোসেন, আদর্শ শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, সিনিয়র শিক্ষক মোঃ আল আমিন, শিক্ষক ফোরামের সংগঠক মোঃ আবু রায়হান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও‌ শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিশু বয়সেই শিক্ষার্থীদের জীবন গড়ার তাগিদ দিতে হবে এবং শিক্ষার্থীদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, তারা যেন আর্দশ চরিত্রবান ও আদর্শ ছাত্র হবার জন্য উৎসাহিত ও অনুপ্রানিত হয়।

আরও পড়ুন  ফায়ার অফ ওয়াই জি'র নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
শেয়ার করুন

মন্তব্য করুন