বাঁশখালীতে ধানি জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

আরফাতুল ইসলাম মাসুম, বাঁশখালী সংবাদদাতা :

চট্টগ্রামের বাঁশখালীতে ধানি জমি থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।নিহত মোহাম্মদ মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে।পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন বলেন, ধানি জমিতে লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এবং পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার‌ বলেন, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে চা নাস্তা খায়। বাড়ি ফেরার পথে ধানি জমিতে পড়ে যায়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তাদের সন্তান মৃগী রোগী বলে জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।

আরও পড়ুন  পটিয়া বইমেলায় সমাপনী দিনে সমাজবিজ্ঞানী ড.অনূপম সেন
শেয়ার করুন

মন্তব্য করুন