বিমান বন্দরের কার্গো ভিলেজে আগুনে আড়াই লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম পুড়ে ছাই

এনামুল হক রাশেদীঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে কোটি টাকার আমদানি পণ্য। এর মধ্যে শুধু প্যাসিফিক ইন্টারন্যাশনাল ট্রেড পয়েন্ট নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের চারটি শিপমেন্টে প্রায় ২ লাখ ৩০ হাজার ডলারের চিকিৎসা সরঞ্জাম ছিল। আগুন লাগার আগে একটি শিপমেন্টের জন্য ১৯ লাখ টাকা শুল্কও পরিশোধ করা হয়েছিল।

আজ রবিবার এসব পণ্য খালাসের কথা ছিল। কিন্তু খালাসের আগেই আগুনে সব পুড়ে যায়। ঘটনাস্থলে থাকা প্যাসিফিক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন বলেন, “কার্গো ভিলেজের ভেতরে ঢোকার কোনো সুযোগ ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্যগুলো পুড়তে দেখেছি।”

জাকির হোসেন জানান, ৯৫ হাজার, ৬৭ হাজার, ৬৪ হাজার ও ৩ হাজার ৫০০ ডলারের চারটি শিপমেন্টে চিকিৎসা সরঞ্জাম এসেছিল। এর মধ্যে একটি শিপমেন্টের জন্য শুল্ক-কর পরিশোধ করা হলেও বাকিগুলোর কাজ শেষের আগেই বৃহস্পতিবার কাস্টমস বন্ধ হয়ে যায়। আজ (রোববার) দুপুরের মধ্যে খালাসের কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।

কার্গো ভিলেজের গেটের বাইরে সকাল থেকে দাঁড়িয়ে আছেন শতাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি। মেট্রনিক বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক সুমন মোল্লা জানান, তাঁদের সর্বশেষ চালানে প্রায় ১৫ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ছিল, যা আগুনে পুড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দেশে সাময়িকভাবে চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ডার্ট গ্লোবাল নামের লজিস্টিকস প্রতিষ্ঠানের আমদানি তত্ত্বাবধায়ক মো. আনোয়ার সাদাত বলেন, “আমাদের তৈরি পোশাক, ফেব্রিক, অ্যাকসেসরিজ ও মেডিকেল উপকরণ ছিল। হংকং, তাইওয়ান, ভারত ও ইউরোপ থেকে এসব পণ্য এসেছিল। কোনো কিছুই অক্ষত থাকার আশা নেই।”

সরেজমিন দেখা গেছে, কার্গো ভিলেজের সামনের সড়কে অলস বসে সময় কাটাচ্ছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। আগুনে আমদানি কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পাশের ছোটখাটো ব্যবসাগুলোর কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।

কার্গো ভিলেজের পাশে থাকা প্রায় ৩০টি ফটোকপি দোকানেও বন্ধের প্রভাব পড়েছে। এসব দোকানে দেড় শতাধিক মেশিন ও দেড় হাজারের বেশি কর্মী কাজ করেন। দোকানগুলোতে প্রতিদিন ২০ হাজারের বেশি ফটোকপি হয়। দোকানমালিক মো. শমসের আলী জানান, “দুই দিন ধরে দোকান বন্ধ। মাসে এক লাখ টাকা ভাড়া, কর্মচারীর বেতন—সব মিলিয়ে বিপাকে পড়েছি।”

আরও পড়ুন  শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, কার্যক্রম স্থগিত

অগ্নিকাণ্ডের ঘটনায় কার্গো ভিলেজে আমদানি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন