ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অনৈতিক দেহ ব্যবসা চলছে— এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন সদ্য নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক জুবায়ের আল নেসারী। তিনি জুলাই আন্দোলনের সময় ‘এ বি জুবায়ের’ নামে পরিচিতি লাভ করেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুবায়ের দাবি করেন, তিনি রাত থেকে ভোর পর্যন্ত ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অনুসন্ধানী অভিযান চালিয়েছেন। এ সময় তিনি এমন কিছু স্থান শনাক্ত করেন যেখানে ‘ভয়াবহ রকমের দেহ ব্যবসা’ চলে।
দুটি সক্রিয় গ্রুপ ও পুলিশ মদদের অভিযোগঃ জুবায়েরের ভাষ্যমতে, এই অবৈধ দেহ ব্যবসায় দুটি গ্রুপ জড়িত— একটি নারী ও অন্যটি ট্রান্সজেন্ডারদের (তৃতীয় লিঙ্গ) গ্রুপ। তিনি অভিযোগ করেন, এসব কার্যক্রমে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু সদস্যও কমিশন খেয়ে মদদ দিচ্ছে।
জুবায়ের তার পোস্টে উল্লেখ করেন, “যেসব নারী এতে যুক্ত, তাদের অনেকের পরিবার আছে। পরিবার জানে তারা অফিস বা দোকানে চাকরি করছে। বাস্তবে তারা চাকরির নামে এই অনৈতিক কাজে জড়িত।”
