রাজনৈতিক দল নিষিদ্ধ না করার আহ্বান জানিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে পাঠানো এক খোলা চিঠিতে তারা এই আহ্বান জানান। চিঠিটি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
চিঠিতে বলা হয়, জাতিসংঘের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার যে সুপারিশ করা হয়েছিল, তা বাস্তবায়ন করা প্রয়োজন। এতে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়।
চিঠিতে স্বাক্ষর করেছে— সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।
মানবাধিকার সংস্থাগুলো জুলাই বিপ্লবের পর মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আইন সংস্কার ও গুমসহ মানবাধিকার লঙ্ঘনের তদন্তে সরকারের উদ্যোগের প্রশংসা করেছে।
চিঠিতে মানবাধিকার বিষয়ে ১২টি সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাধীনভাবে কাজের সুযোগ দিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা,
- মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান ঘোষণা,
- র্যাব বিলুপ্ত ও নিরাপত্তা খাত সংস্কার,
- গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে আইনভুক্ত করা,
- জাতীয় মানবাধিকার কমিশনকে প্যারিস প্রিন্সিপাল অনুযায়ী স্বাধীন ও কার্যকর করা।
এ ছাড়া আইনি সংস্কারের অংশ হিসেবে ২০২৫ সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও মানহানি আইন আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খসড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ ও জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশ আন্তর্জাতিক মানদণ্ডে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানানো হয়েছে।
