মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজ ২২ অক্টোবর বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বান্দরবান সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলায় থেকে একটি র্যালি বের হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সবার সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন মেনে চললে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে উল্লেখ করেন তারা। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রচারণা এবং প্রশিক্ষণ কার্যক্রমের ওপর জোর দেয়ার আহ্বান জানান বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বিআরটিএ বান্দরবানের মোটরযান পরিদর্শক অরুণ সরকার,সহকারী মোটরযান পরির্দশক আরিফুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান ক্যাব এর সহ-সম্পাদক সাজিদ হাসান চৌধুরী সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবহন মালিক, চালক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বান্দরবানের রুমায় সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী রোদীয়া ত্রিপুরার পরিবারের মাঝে বিআরটিএ পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক।
