আলীকদমে সরকারি সুবিধা বঞ্চিত ম্রো জনগোষ্ঠীর পাশে ইউপি চেয়ারম্যান কপিল।

জেএম হাশেম, বান্দরবানঃ

 

দুর্গম রুমতুই কারবারি পাড়ায় সরকারি সুবিধা হতে বঞ্চিত ম্রো জনগোষ্ঠীর পাশে ইউপি চেয়ারম্যান কফিল উদ্দীন। নয়াপাড়া ইউনিয়নের দুর্গম এলাকা রুমতুই কারবারি পাড়া নামক এলাকা পরির্দশনে অত্র ইউপির চেয়ারম্যান এম কফিল উদ্দিন। এসময় সফর সঙ্গী ছিলেন ইউপির অন্যান্য সদস্যরা।

পাড়াবাসি একটি আলোচনা সভার আয়োজন করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন চেয়ারম্যানের কাছে। তারা চেরাংঘর, ক্রামাধর্মঘর, সৌর বিদ্যুৎ, পুকুর খুনন, তারমধ্যে চেরাংঘর নির্মাণ করা হয়েছে।

যে পাড়াতে অতীতে কোনো চেয়ারম্যানের দেখা পাইনি বলে জানায় পাড়ার লোকজন। বিগত ৪০ বছরে সরকারি অর্থায়নে শুধুমাত্র একটি চেরাংঘর নির্মাণ করা হয়েছে বলে পাড়াবাসী দাবি করেন। সরকারি সুবিধা হতে বঞ্চিত পাড়ার লোকজন।

নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তব্যে বলেন, আপনাদের জন্য একটি চেরাংঘর নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে। সেখান সামাজিক মিটিং এর জন্য ৩০-৪০টার মত ব্যক্তিগত তরফ থেকে চেয়ারের ব্যবস্থা করা হবে।

আরও বলেন, অতিশীগ্রই একটি ক্রামাধর্মঘর নির্মাণ করে দেওয়া হবে। বর্তমানে সৌর বিদ্যুৎ প্রকল্পটি সরকার বন্ধ রেখেছে। সরকারের সাথে যোগাযোগ করে যদি সম্ভব হয় সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা হবে এবং পাড়াতে একটি পুকুর খননের চেষ্টাও করা হবে বলে চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন পাড়ার লোকজনের কাছে। বুধবার ২২ অক্টোবর সকাল ১০টা থেকে যাত্রা শুরু করে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দুর্গম রুমতুই কারবারি পাড়ায় এই আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে, পানিবন্দি কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
শেয়ার করুন

মন্তব্য করুন