বাঁশখালীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালীঃ

চট্টগ্রামের বাঁশখালীতে পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার প্রেমবাজার সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৪ নম্বর ওয়ার্ড এলাকার আব্দু রহিম ড্রাইভারের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মামার সঙ্গে সিএনজিযোগে নানার বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ এবং ঘাতক কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

আরও পড়ুন  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল
শেয়ার করুন

মন্তব্য করুন