ব্রাহ্মণবাড়িয়ায় অংকুরের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত গুণী’কে সম্মাননা’২৫ প্রদান

হারুন-আল-রশিদ, ব্রাহ্মণবাড়িয়াঃ

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উদযাপিত হল জেলার আলোচিত অংকুর শিশু কিশোর সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।

ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ সঙ্গীতগুরু শ্রীমতি সন্ধ্যা রায় ‘উদ্বোধক’ হিসেবে জমজমাট ওই প্রতিবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন।
সাইফুল ইসলামের পবিত্র কোরআন তেলওয়াত ও কিশান দেবনাথের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এ বছর অনুষ্ঠানে জেলার সাত গুণীজনকে অংকুর সম্মাননা স্মারক দেওয়া হয়।
অংকুরের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বছর অংকুর সম্মাননা ২০২৫ পেয়েছেন প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক (সমাজ সেবায়), বিটিভির সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ (সঙ্গীতে), আখাউড়ার সঙ্গীত প্রশিক্ষক আসারুল ইসলাম (সঙ্গীতে), মো. সামসুদ্দিন খান (যন্ত্র সঙ্গীতে) সরাইলের নাজমুল কবির ইকবাল ইসমোনাক (সাহিত্যে) এবং সাংগঠনিক ক্ষেত্রে সরকার লুৎফুল কবির ও অসীম কুমার পাল।
এছাড়া অনুষ্ঠানে অংকুরের নামকরণ ও সংগঠনের লোগো অংকনে অবদান রাখায় চিত্রশিল্পী ও সিনিয়র সাংবাদিক আল আমীন শাহীনকে এবং অংকুরের অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় অবদান রাখায় সিনিয়র সাংবাদিক, বাচিকশিল্পী ও উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপুকে ‘বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা স্মারক’ দেওয়া হয়।

অংকুরের প্রতিষ্ঠাতা সভাপতি, সঙ্গীতশিল্পী ও উপস্থাপক আনিছুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ বাবা ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুস্পুত্র (ওস্তাদ আয়েত আলী খাঁর পুত্র) একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান সম্মাননা পাওয়া প্রত্যেকের হাতে অংকুর সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে ‘প্রধান আলোচক’ ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট কবি ড. শাহ মো. সানাউল হক।
এতে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন।
কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, বাচিকশিল্পী ও উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপুর প্রাণবন্ত সঞ্চালনায় প্রায় চারঘন্টা ধরে চলা প্রতিষ্ঠাবার্ষিকীর এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সভাপতি আনিছুল হক রিপন ও শুভেচ্ছা বক্তব্য দেন অংকুর সাধারণ সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী জয়নাল আবেদীন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের প্রাক্তন বিশিষ্ট সেতারশিল্পী জাহাঙ্গীর আলম খান তানসেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, নাট্যজন আলাউদ্দিন খান, শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কবি ও বাচিকশিল্পী শারমীন সুলতানা, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, অংকুরের উপদেষ্টা ব্যাংকার আতাউর রহমান শাহীন, এডভোকেট হুমায়ুন কবির, আবুল খায়ের, এডভোকেট জাকারিয়া “চেতনায় ব্রাহ্মণবাড়িয়া “নির্বাহী সম্পাদক হারুন আল রশিদ প্রমুখ।
এদিকে অনুষ্ঠান চলাকালে আলোচনা পর্বের শেষ পর্যায়ে চট্টগ্রামের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত ‘প্রধান অতিথি’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে অংকুর সম্মাননা স্মারক ২০২৫ পাওয়া প্রত্যেককে অংকুর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিভাবে উত্তরীয় পরিয়ে দিয়ে ‘সম্মননা ক্রেষ্ট ও নগদ ৫ হাজার’ টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়।
পাশাপাশি মঞ্চে আসীন আমন্ত্রিত সকল অতিথি’দের মাঝেও অংকুর পরিবারের পক্ষ থেকে একটি করে দৃষ্টিনন্দন ‘অতিথি স্মারক’ তুলে দেয়া হয়।

আরও পড়ুন  দেশের কোটি কোটি টাকা তসরুফ "চামড়া শিল্প ধ্বংস "

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যতিক্রম এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন