কক্সবাজারে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর আক্রমণ

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও,(কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে এক কিশোর ছিনতাইকারীর আক্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য ও স্থির চিত্রে দেখা যায়, রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কক্সবাজার থেকে চট্রগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেন ঈদগাঁওয়ের ইসলামাবাদ রেল স্টেশন পৌঁছার আগে একটি ব্রীজ অতিক্রমকালে তিন সদস্যের কিশোর ছিনতাইকারী দলের একজন দেশীয় অস্ত্র হাতে ট্রেনে আক্রমণ করছে মর্মে একটি স্থির চিত্র ভাইরাল হয়। এতে উজ্জ্বল বড়ুয়া নামের এক যাত্রী আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে আক্রমণের স্থান, আহত যাত্রীর বিস্তারিত পরিচয় ও ঘটনা বিশ্বস্ত কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।

ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার মো. আব্দুল কাইয়ুম ও কক্সবাজার রেল পুলিশের জিআরপি পরিদর্শক শাহ্ জালাল জানান, তারা উভয়ে এরকম কোন ঘটনার তথ্য পাননি। তবে ট্রেনটি সকাল ১০টা ৫৯ মিনিটে ইসলামাবাদ স্টেশন অতিক্রম করে জানান স্টেশন মাস্টার।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য দিবালোকে কিশোর ছিনতাইকারী কর্তৃক ট্রেনে আক্রমণের ছবি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেটিজেনরা গভীর উদ্বেগ প্রকাশ করে ছিনতাইকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন  কক্সবাজারের রামুতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, ৫ যাত্রী নিহত
শেয়ার করুন

মন্তব্য করুন