বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবিতে ২৭ অক্টোবর কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভা চত্বরে মিছিল পূর্ব সমাবেশ শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী। বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহসিন। বিক্ষোভ মিছিলটি পৌরসভা গেইট থেকে শুরু হয়ে কালুর দোকান গিয়ে শেষ হয়। এসময় দেশে একটি অর্থবহ নিবার্চন সংস্কার ও সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় গঠনমূলক ভূমিকা রেখে আসছে। তারা সরকারকে হুশিয়ারী করে বলেন, জুলাই সনদের বাস্তবায়নের গড়িমসি করলে জনগণকে সাথে নিয়ে তা বাস্তবায়নের বাধ্য করা হবে। অবিলম্বে আদেশ জারি ও গণভোটের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্ষোভ মিছিল রাজনৈতিক ও আর্দশিক আলোচনা ছাড়াও চলমান প্রেক্ষাপটে জামায়াতে ভূমিকা ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
