এক বিকেলে দুই প্রাণহানি: পেকুয়ায় কৃষক ও হাফেজের মর্মান্তিক মৃত্যু

নূর মোহাম্মদ, কক্সবাজারঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় এক কৃষক ও এক হাফেজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার পশ্চিম নন্দীরপাড়া ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম নন্দীরপাড়া এলাকায় বাড়ির চারপাশের গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয় আইয়ুব জানান, দুপুরের দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন গাছে উঠে ডাল কাটছিলেন। একটি গাছের ডাল কাটার পর অন্য গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ নিচে নামিয়ে আনেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, “নেজাম উদ্দিন ছিলেন শান্ত, ভদ্র ও পরিশ্রমী কৃষক। গাছ কাটতে গিয়ে এমনভাবে মারা যাবেন—তা কেউ কল্পনাও করতে পারেনি।”
অন্যদিকে একইদিন বিকেল ৬টার দিকে সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা রাস্তামাথা এলাকায় যাত্রীবাহী অটোরিকশা উল্টে চাপা পড়ে হাফেজ সাইফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। নিহত সাইফুর রহমান সাবেকগুলদি সরকারিঘোনা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে হাফেজ সাইফুর রহমান পরিবার নিয়ে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বানৌজা সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় দ্রুতগামী একটি অটোরিকশা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বল্প সময়ের ব্যবধানে উপজেলার দুই স্থানে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  কক্সবাজারে জামায়াতে ইসলামির স্বাধীনতা দিবস উদযাপন 
শেয়ার করুন

মন্তব্য করুন