বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের উদ্যোগে ২৯ অক্টোবর বুধবার হাসপাতালের কনফারেন্স রুমে প্রেজেন্টেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. কামাল উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. সাইফুল আলম। প্রধান অতিথি ও প্রধান বক্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়–য়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ল্যাবরেটরী সার্ভিসেস বিভাগের পরিচালক প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মঈনউদ্দিন মাহমুদ ইলিয়াস, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিরাজুল মনির ওহি ও ডা. মো. কামাল হোসেন। হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের মেডিকেল অফিসার ডা. সিয়াম রিজভির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইসমাইল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের মেডিকেল অফিসার ডা. সৌরভ মুহুরী ও ডা. মিনহাজ। প্রধান অতিথি প্রফেসর ডা. মো. কামাল উদ্দিন তার বক্তব্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের অগ্রযাত্রার প্রশংসা করেন (যেখানে তিনি নিজেও ৩টি সফল অপারেশন সম্পন্ন করেছেন) এবং বলেন, স্ট্রোকের রোগীদের যত দ্রæত চিকিৎসা সেবা প্রদান করা যায় তত বেশি রোগীদের জন্য উপকার হয়। এজন্য এবারের প্রতিপাদ্য বিষয় “প্রতিটি মুহূর্তই মূল্যবান – দ্রæত রোগ নির্ণয় ও সুচিকিৎসা আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ”। এই লক্ষ্যে চিকিৎসকদের অর্জিত জ্ঞান ও মেধাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সততা, আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মঈনউদ্দিন মাহমুদ ইলিয়াস হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অত্র হাসপাতালে রোগীর পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি বলেন, বিগত ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে আজ পর্যন্ত নিউরোসার্জারী বহির্বিভাগে ১০৬৬১ জন, অন্তঃবিভাগে (ভর্তি রোগী) ২৫৪১ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে যেখানে ১৪৯টি মেজর অপারেশন ও ২১৯১টি মাইনর অপারেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এর কার্যক্রম আরো বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে অতীতের ন্যায় ভবির্ষতেও সকলের সাহায্য সহযোগীতা কামনা করেন।
অনষ্ঠানের সভাপতি কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, চট্টগ্রামের চিকিৎসা সেবায় অনন্য অবদান রেখে চলা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নিউরোসার্জারী বিভাগের মাধ্যমে এর সেবা কার্যক্রম আরো এক ধাপ এগিয়ে গেল। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সেবা কার্যক্রম আরো বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ ও সহযোগীতা কামনা করেন। তিনি এই বিভাগের উন্নয়নে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, দাতা সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, সদস্য তারিকুল ইসলাম তানভীর, অত্র হাসপাতালের অবস এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোছা. সাবিনা ইয়াসমিন, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রানা চৌধুরী, অবস এন্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা আহমেদ সুরভী, শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরীফ ইমাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সানাউল্লাহ শামীম, সহযোগী অধ্যাপক ডা. ওমর ফারুক, রেজিষ্ট্রার ডা. মো. মাজেদ সুলতান, ডা. নারায়ন ধর প্রমুখ।
