ডোমারে ছোট ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

মোঃ মকবুলার রহমান, নীলফামারীঃ

‎নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চান্দিনাপাড়ায় ছোট ভাই ছলিয়ার রহমানের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে বড় ভাই অলিয়ার রহমানের বিরুদ্ধে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হযরত আলীর দুই ছেলে—অলিয়ার রহমান ও ছলিয়ার রহমান মিলে মোট ২ একর ৭৭ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে ছোট ভাই ছলিয়ার রহমান মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড় ভাই অলিয়ার রহমান সেই সুযোগে নিজের অংশের পাশাপাশি ছোট ভাইয়ের অংশও বিক্রি করে অন্য স্থানে জমি ক্রয় করেন বলে অভিযোগ রয়েছে।
‎‎অভিযোগকারী ছলিয়ার রহমান জানান, “আমি কোনো দলিলে টিপসই দিইনি। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার বড় ভাই আমার অংশের জমি বিক্রি করেছে।”
‎ছলিয়ার রহমানের বড় ছেলে মমিনুর ইসলাম বলেন, “আমার বাবার কোনো সাক্ষর বা আঙুলের ছাপ ওই দলিলে পাওয়া যায়নি। আমরা বিষয়টি আদালতে নিয়ে গিয়েছি এবং জমি ফেরতের জন্য মামলা দায়ের করেছি।”
‎অন্যদিকে, অভিযুক্ত বড় ভাই অলিয়ার রহমান দাবি করেন, “আমি আমার অংশের জমি বিক্রি করেছি, আমার ভাই তার অংশ নিজেই বিক্রি করেছে।”
‎‎‎এ বিষয়ে মামলার নিরপেক্ষ সাক্ষী জাহাঙ্গীর আলম বলেন, ‎“দলিল নং ২৭৮২/৯৬ সম্পাদনের সময় আমি উপস্থিত ছিলাম না। বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না।”
‎‎‎আরেক সাক্ষী মো. মুর্তজ আলীও একই কথা জানিয়ে বলেন, ‎‎“২৭৮২/৯৬ দলিলের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না।”
‎মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির নারায়ণ রায় জানান, “ছলিয়ার রহমানের জমি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। আমাদের তদন্তে দলিল নং ২৭৮২/৯৬-এ নামীয় দাতা ছলিয়ার রহমানের আঙুলের ছাপ পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা সেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।”

আরও পড়ুন  পঞ্চগড়ে বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা র‍্যালি ও পুরস্কার বিতরণ
শেয়ার করুন

মন্তব্য করুন