কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মোহাম্মদ আমিনের সন্তান নুরী আক্তার (৬) ও হাসানুল করিম (৮), এবং রাজাখালী মাতবর পাড়ার হোসাইন আলীর দুই বছর বয়সী কন্যা জান্নাতুন নূর।
রবিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টৈটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে নুরী ও হাসান পানিতে ডুবে মারা যায়। এর আগে শনিবার বিকেলে রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়ায় জান্নাতুন নূর একইভাবে পুকুরে ডুবে মৃত্যুবরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরী ও হাসান তাদের মা’কে সঙ্গে নিয়ে খালু জাকের হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুকুন উদ্দিন জানান, “এমন করুণ মৃত্যুর ঘটনায় আমরা সবাই শোকাহত। দুই ভাই-বোনের প্রাণহানি পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।”
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং এই সচেতনতাই এমন মর্মান্তিক মৃত্য থেকে শিশুদের নিরাপদ রাখা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশু বাচ্চাদের সাতার শিখানো।পুকুর ও জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাই।”
মর্মান্তিক এ ঘটনায় পেকুয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী নিহত তিন শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
