“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লাহ ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তামিম।
সভাপতি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর বার্তা, জাতীয় সমবায় দিবস ২০২৫: বাংলাদেশের কৃষি সমবায়, প্রতিবন্ধকতা ও উত্তরন
বক্তারা বলেন, “সমবায় ভিত্তিক সংগঠনগুলো কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমবায়ের ভূমিকা আরও বিস্তৃত করা জরুরি।”
অনুষ্ঠানের শেষে সফল সমবায় সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ঋণ বিতরণ করা হয়।
এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পেশাজীবী, সমবায় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
