বর্ণাঢ্য আয়োজনে মাটিরাঙ্গায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন

এ এম ফাহাদ, খাগড়াছড়ি :

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

‎শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
‎উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লাহ ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তামিম।
‎সভাপতি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর বার্তা, জাতীয় সমবায় দিবস ২০২৫: বাংলাদেশের কৃষি সমবায়, প্রতিবন্ধকতা ও উত্তরন

‎বক্তারা বলেন, ‎“সমবায় ভিত্তিক সংগঠনগুলো কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমবায়ের ভূমিকা আরও বিস্তৃত করা জরুরি।”

‎অনুষ্ঠানের শেষে সফল সমবায় সংগঠকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ঋণ বিতরণ করা হয়।

‎এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, পেশাজীবী, সমবায় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বাঁশখালীতে ওষুধের দোকানে অভিযান
শেয়ার করুন

মন্তব্য করুন