বারবাকিয়ায় ভোটকেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে নাগরিক ফোরামের মানববন্ধন

সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নুর মোহাম্মদ, কক্সবাজারঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় বারবাকিয়া মৌলভীবাজার স্টেশনে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডের শতাধিক সাধারণ ভোটার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদী। নাগরিক ফোরাম বারবাকিয়া ইউনিয়নের উপদেষ্টা মাওলানা মনজুরুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক এম. মুসলিম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড প্রতিনিধি আনিসুর রহমান এবং ৫ নং ওয়ার্ড প্রতিনিধি মাওলানা আক্তার হোসেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বারবাকিয়া ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডের প্রায় ৩২০০ ভোটার উত্তর বারবাকিয়া নয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসছেন। অতীতে এ কেন্দ্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অথচ সম্প্রতি উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা অজ্ঞাত কারণে কেন্দ্রটি ৬ নং ওয়ার্ডের ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করেছেন—যে কেন্দ্রে পূর্ববর্তী নির্বাচনে একাধিকবার সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
বক্তারা আরও বলেন, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের মোট প্রায় ৬৫০০ ভোটারকে একত্রে একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট দিতে বাধ্য করা হলে নারী, প্রবীণ ও সাধারণ ভোটাররা মারাত্মক ভোগান্তিতে পড়বেন। তাঁরা বিষয়টি তদন্ত করে পূর্বের কেন্দ্র পুনর্বহালের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদী বলেন, “৫ ও ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত এই এলাকার মানুষ কোনোভাবেই মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশনের এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
স্থানীয় জনসাধারণ মনে করছেন, নির্বাচন কমিশন যথাযথ তদন্ত করে জনগণের দাবি মেনে পুরনো ভোটকেন্দ্র পুনর্বহাল করলে এলাকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

আরও পড়ুন  এডাব-এর উদ্যোগে চট্টগ্রামে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস-২০২৫ উদযাপন
শেয়ার করুন

মন্তব্য করুন