“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত।
আজ শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলার সমবায় অফিসার (অবসরপ্রাপ্ত) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার কবিরাজ, নওগাঁ মাল্টিপারপাস্ কো-অপারেটিভ এর ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সতিহাট কৃষি সমবায় সমিতর সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মান্দা উপজেলা বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মুনসুর।
