জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য দেখা দিয়েছে, তা নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা চেয়েছে অন্তর্বর্তী সরকার। ৩ নভেম্বর সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “গণভোট কখন অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে— এসব বিষয়ে ঐকমত্য কমিশনে প্রাপ্ত প্রস্তাবের আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।”
ড. আসিফ নজরুল আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজস্ব উদ্যোগে আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে।”
তবে এই ‘ঐক্যবদ্ধ দিকনির্দেশনা’ কীভাবে মিলবে— সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আগামী সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি তার আগে অনুষ্ঠিত হবে— এ নিয়ে বিএনপি, জামায়াতসহ কয়েকটি দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় বলেও জানান আসিফ নজরুল।
তিনি বলেন, “সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রয়াস ও জাতীয় ঐকমত্য কমিশনসহ সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর ভূমিকার জন্য বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্য উপদেষ্টারা।
