নভেম্বরের শুরুতে ভারি বৃষ্টির পর থেকেই দেশের তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। ভোরের শিশির ঘন হচ্ছে, কোথাও কোথাও দেখা দিচ্ছে হালকা কুয়াশা। আবহাওয়াবিদরা ইতিমধ্যে চলতি মৌসুমে আগাম শীতের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি, তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার রাতে প্রকাশিত এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে দেশে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। এসময় ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
বিশেষত উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে সময় থার্মোমিটারের পারদ ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে, আগাম শীতের আভাস দিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। চলতি মাসের শেষের দিকে সারা দেশেই শীত অনুভূত হবে বলে ধারণা করছে সংস্থাটি।
তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
