কিশোরগঞ্জ জেলা ১৩ টি উপজেলা নিয়ে গঠিত এর মধ্যে (করিমগঞ্জ-তাড়াইল) এই দুটি উপজেলা নিয়ে (কিশোরগঞ্জ-৩) আসন । বাংলাদেশ সরকারের অন্তরবর্তী কালীন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড.মোঃ ইউনুস ফেব্রুয়ারিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন নেতা তাদের নিজ নিজ যোগ্যতা জানান দিচ্ছে গ্রাম, ইউনিয়ন,উপজেলা ,জেলাগুলোতে। জাতীয়তাবাদী দল বিএনপির টিকিট পাওয়ার আশায় তড়িঘড়ি করে প্রচার-প্রচারণা শুরু করেন প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এলাকাতে মিছিল মিটিং ও প্রত্যেকের জনপ্রিয়তা তুলে ধরার চেষ্টা করেন। জনগণের ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ -তাড়াইল) এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছয়জন প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা মাঠে নেমে আসেন।
অনেক জল্পনা কল্পনার পরে এই দলটি গতকাল সোমবার সারা বাংলাদেশে ২৩৭ টি আসনে প্রাথমিক নমিনেশন দেন।
এর মধ্যে কিশোরগঞ্জ- ৩ (করিমগঞ্জ -তাড়াইল) জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন পান ড. এম ওসমান ফারুক ( সাবেক সফল শিক্ষামন্ত্রী)।
এছাড়া দেখা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি তে শুরু থেকে অদ্যবদী পর্যন্ত একক প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ -তাড়াইল) এই আসনটিতে সরজমিনে প্রচার প্রচারণায় ফ্রী মেডিকেল ক্যাম্পিং , সুস্থ সুন্দর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ব্যস্ত আছেন অধ্যাপক কর্নেল(অবঃ)ডাঃজেহাদ খান ।
তিনি একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ব্যক্তি জীবনে তিনি সততাবান ,নিষ্ঠাবান, অত্যন্ত মেধাবী সুশিক্ষিত মানুষের সেবা ও ভালোবাসার জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন। বিগত এক বছর ধরে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রচারণা ও পরিশ্রম করে যাচ্ছেন।
অধ্যাপক কর্নেল(অবঃ) ডাঃজেহাদ খান বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না , এবং তিনি বিশ্বাস করেন সুস্থ সুন্দর পরিবেশের মাধ্যমে ভোট হলে কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) এই আসনটিতে জামায়াত ইসলামী দলটি বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ।
বিএনপি ও জামায়াতের প্রার্থী দুজনই তুমুল জনপ্রিয় এবং উচ্চ শিক্ষিত ক্লীন ইমেজের। দুজনই বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছেন।
বিএনপির প্রার্থী ড.এম ওসমান ফারুক বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী জামায়াতের প্রার্থী অধ্যাপক কর্নেল(অবঃ) ডাঃ জেহাদ খান সামরিক বাহিনীর সাবেক চৌকশ কর্মকর্তা। বিএনপি’র প্রার্থীকে ঘিরে উল্লাসিত তাড়াইল , করিমগঞ্জের জনগণ থেমে নেই জামায়াত ইসলামি।
কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে জমজমাট লড়াই হবে এই আসনে ।
