চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

পুর্বধারা ডেস্কঃ

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহর বুকের বাঁ পাশে গুলির আঘাত লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে এরশাদ উল্লাহ নির্বাচনি কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে গণসংযোগে বের হন। হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ অন্তত কয়েকজন আহত হন। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন নিহতের খবর পাওয়া গেছে, তবে আমরা এখনো বিষয়টি যাচাই করছি।”

ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন  বোয়ালখালীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শুভ বুদ্ধ পূর্ণিমা পালন
শেয়ার করুন

মন্তব্য করুন