চৌফলদন্ডীতে আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি

মোবারক হোছাইন, ঈদগাঁও কক্সবাজারঃ

কক্সবাজার সদরের চৌফলদন্ডির নতুন মহালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বগ প্রকাশ এলাকাবাসী। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। তারই ধারাবাহিকতায় নতুন মহালেও প্রতিদিন চুরি,ইয়াবা, গাঁজা,হিরোইন,মদ, ফেনসিডিল প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। রাত হলে অপরিচিত লোকের সমাগমের বৃদ্ধি পায়। স্থানীয় সচেতন মহল বলেন,তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছে। তাদের জন্য দিন দিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষিত ব্যক্তি বর্গের দাবি চৌফলদন্ডীতে আইন শৃঙ্খলার অবনতি নিয়ন্ত্রণ করতে হলে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো একান্ত প্রয়োজন। যত দ্রুত সম্ভব যাচাই বাছাই করে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা। না হলে নতুন প্রজন্ম মাদক সেবনে ধ্বংস হয়ে যাবে।

স্থানীয় স্কুল শিক্ষক বলেন, দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সারা দেশে চরম সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এগুলো দেশে ন্যায় বিচার না থাকার কুফল। মানুষকে নৃশংসভাবে হত্যার এ সব ঘটনা দেশের নাগরিদের ভাবিয়ে তুলছে। সহনশীলতা ও মানবিক আচরণের পরিবর্তে হাতে আইন তুলে নেয়ার প্রবণতা খুবই উদ্বেগজনক। সমাজ বিজ্ঞানীদের মতে, আইনের শাসন না থাকলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। তাই প্রশাসনের কাছে জোরদাবী জানায় প্রতি রাতে পুলিশি টহল বৃদ্ধি করলে মনে হয় আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণ হারাবে না।

আরও পড়ুন  পেকুয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ১
শেয়ার করুন

মন্তব্য করুন