আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি বিএনপি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে অনিবার্য কারণে ওই আসন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।
এদিকে, সোমবার রাতে মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র বিক্ষোভ দেখা দেয়। ক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এসময় তারা সড়কে টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে দুর্গাপূজার এক অনুষ্ঠানে কামাল জামান মোল্লার বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনার পর থেকেই মাদারীপুরে তার মনোনয়ন নিয়ে দলের অভ্যন্তরে বিতর্ক ও অসন্তোষ দেখা দেয়।
